ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুস্থ হয়ে আকাশে উড়লো দোয়েল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
সুস্থ হয়ে আকাশে উড়লো দোয়েল  অাহত দোয়েলকে সুস্থ করে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আহতাবস্থায় উদ্ধার হওয়া একটি দোয়েল পাখিকে দুইদিন নিবিড় পরিচর্যা শেষে সুস্থ করে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (০৮ আগস্ট) দুপুরে শহরের স্মৃতি অম্লান চত্ত্বরে পাখিটি অবমুক্ত করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ।
 
জানা যায়, দুইদিন আগে সৈয়দপুরের কলিম মোড়ে রাস্তার পাশে আহতাবস্থায় একটি দোয়েল পাখি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন ‘সেতুবন্ধন’ নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী।

তখন পাখিটির ঠোঁটের পাশে ও ডানায় ক্ষত ছিলো।  
পরে পাখিটিকে চিকিৎসা দেওয়া হয়। এরপর দুইদিন পর্যাবেক্ষণ শেষে দুপুরে পাখিটি আকাশে অবমুক্ত করা হয়।

পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উপদেষ্টা রইচ উদ্দিন রকি, প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, কার্যকরী সদস্য মাসুম বিল্লাহ, কুরবান আলী, বিশ্বনাথ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।