ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি  শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে নতুন অতিথির আগমন 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারো নতুন অতিথির আগমন ঘটেছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বাঘিনী তার নিজের খাঁচায় একটি শাবকের জন্ম দেয়।

প্রায় ৫ বছর আগে শ্রীমঙ্গল মির্জাপুর এলাকায় মানুষের হাতে আটকা পড়ে ৩টি মেছো বাঘের শাবক। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় সেবা ফাউন্ডেশনে।

একটি শাবক মারা যায়। বাকি দুটি শাবককে ফিডার দিয়ে দুধ খাইয়ে পরম যত্নে লালন করেন সজল। শাবক দুটি সব সময় বাসায় উন্মুক্ত বিচরণ করতো।  

বড় হওয়ার পর তাদের নিয়ে আসা হয় সেবা ফাউন্ডেশনের খাঁচায়। সেখানে এক বছর আগে বাঘিনী দুটি শাবকের দেয় । এক বছর পর আবারো একটি শাবকের জন্ম দেয় বাঘিনী।  

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘিনী বাচ্চা প্রসব করতে দেখেন তিনি। তিনি আরো জানান, বাচ্চা ও বাঘিনী উভয়ই ভালো আছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮, অক্টোবর ১০, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।