ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে দুইদিন ব্যাপী সামুদ্রিক প্রাণী প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বাগেরহাটে দুইদিন ব্যাপী সামুদ্রিক প্রাণী প্রদর্শনী শুরু বাগেরহাটে দুইদিন ব্যাপী সামুদ্রিক প্রাণী প্রদর্শনী শুরু

বাগেরহাট: বাগেরহাটে দুইদিন ব্যাপী সাগরের প্রাণী বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনী শুরু হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) এর আয়োজনে বাগেরহাট লেডিস ক্লাবে এ প্রদর্শনী শুরু হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ প্রদর্শনী শেষ হবে।

এতে বাংলাদেশের তিমি, ডলফিন, হাঙ্গর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কচ্ছপসহ প্রায় অর্ধশতাধিক সামুদ্রিক প্রাণীর ছবি, প্রতিকৃতি, মমি, বিভিন্ন মডেল ও শিক্ষামূলক উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে সকাল থেকেই সাধারণ মানুষ ও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেছে।

এছাড়া সোমবার সকালে ডব্লিউসিএস-এর আয়োজনে লেডিস ক্লাবে স্থানীয় জেলেদের নিয়ে “বাংলাদেশের ইলিশ ব্যবস্থাপনা পরিকল্পনা” বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন- ডব্লিউসিএস-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রোবায়েত মুনছুর, ডিরেক্টর এডুকেশন ও লাইভলিহুড এলিজাবেথ ফাহরনি মানসুর, ওয়ার্ল্ড ফিসের মার্টিন, জেলে আক্কাস আলী, বারেক মাঝি, ডব্লিউসিএস-এর সিনিয়র শিক্ষা কর্মকর্তা ফারহানা আক্তার, রিসার্স অফিসার আব্দুর রহমান, আরিফ হোসেন প্রমুখ।

এলিজাবেথ ফাহরনি মানসুর বাংলা নিউজকে বলেন, আমাদের জীব বৈচিত্র্যের অন্যতম অংশ সাগর। সাগর সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে। আর সামুদ্রিক প্রাণীর সুরক্ষায় আমরা এ সচেতনতামূলক অনুষ্ঠান করছি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।