ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দিনাজপুরে মেছো বাঘের আক্রমণে আহত ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
দিনাজপুরে মেছো বাঘের আক্রমণে আহত ৩৮

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ছয় নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর, আউলিয়াপুর, করিমুল্লাপুরে মেছো বাঘের আক্রমণে ৩৮ জন গ্রামবাসী আহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত ৩৮ জন আহত হন।

আহতরা সবাই দিনাজপুর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেছেন।

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে তারা মেছো বাঘ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মেছো বাঘের আতঙ্কে এই এলাকার কৃষকরা মাঠের কাজ বন্ধ রেখেছেন। রাতে ঘুমাতেও পারছে না তারা।

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক মেছো বাঘ দেখা গেছে। এরা দিন-রাত মানুষের উপর আক্রমণ করছে। এর মধ্যে আউলিয়াপুর গ্রামের বাসিন্দারা একটি মেছো বাঘকে মেরেও ফেলেছে। বাকীগুলোকে আটক করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিনাত আরা জানান, আহতদের সবাই সুস্থ রয়েছেন। তবে যেহেতু এই প্রাণির কামড়ে জলাতঙ্ক রোগের সম্ভাবনা থাকে তাই তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।