ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

আবারো স্থগিত চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আবারো স্থগিত চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন ফাইল ছবি

ঢাকা: আবারো আটকে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। শনিবার (২০ আগস্ট) সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২২-২০২৪ মেয়াদের ২০ আগস্ট ২০২২ তারিখের অনুষ্ঠিতব্য নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হলো। নির্বাচনের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে চলছে জটিলতা। শেষবার নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে আদালতে রিট করেন প্রযোজক মোহম্মদ হোসেন। বাদি ছিলেন খোরশেদ আলম খসরু। সেই রিটের পরিপ্রেক্ষিতেই নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার ফের আটকে গেল চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই সংগঠনটির নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।