ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

বিনোদন

এই পাঞ্জাবি গায়কের সঙ্গে প্রেম করছেন নোরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এই পাঞ্জাবি গায়কের সঙ্গে প্রেম করছেন নোরা!

প্রেম করছেন বলিউডের নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহি! এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই।

মূলত একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জনটি চাওর হয়।

পাঞ্জাবি গায়ক গুরু রণধওয়ার নোরাকে ‘আমার মৎস্যকন্যা’ উল্লেখ করে একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সে পোস্টে ভালোবাসা জানান নোরাও। এই সূত্র ধরেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা।

এদিকে কিছুদিন আগে নোরা-গুরুর ঘনিষ্ঠ যে ছবিটি ভাইরাল হয়েছিল, তা ভারতের গোয়ায় তোলা। ছবিতে দু’জনের কেমিস্ট্রি এতটাই জোরাল যে, তাদের প্রেমের গুঞ্জনের ধারণা হতে বাধ্য!

এদিকে নোয়ার সঙ্গে আরও একটি মিউজিক ভিডিওতে কাজ করতে চলেছেন গুরু। সেই কারণেই কি গোয়া যাওয়া? এমন প্রশ্নও রয়েছে অনেকের। এর আগেও একটি মিউজিক ভিডিওতে গুরুর সঙ্গে দেখা গিয়েছে নোরাকে। ভিডিওটি বেশ সাড়া ফেলে।  

বড় পর্দায় ক্যারিয়ার শুরু করার পর নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে নেহার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এই সম্পর্ক বেশিদিন টেকেনি, অঙ্গদ বিয়ে করেন নেহাকে। এছাড়া কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গেও নোরার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।