ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

বিনোদন

প্রকাশ্যে এআর রাব্বির গানচিত্র ‘নষ্ট’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
প্রকাশ্যে এআর রাব্বির গানচিত্র ‘নষ্ট’ উন্মুক্ত রাব্বির গানচিত্র ‘নষ্ট’

প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী এআর রাব্বির নতুন গানচিত্র ‘নষ্ট’। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই।

সংগীতায়োজনে দীন ইসলাম শারুখ। গানটি উন্মুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

মাইদুল রাকিবের পরিচালনায় গান-ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল হাসান ও সামিহা স্বর্ণালী। এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী এআর রাব্বি বলেন, ‘গানটি মূলত তরুণদের টার্গেট করে তৈরি করা। এর টাইটেল ‘নষ্ট’ হলেও এখানে কোনো ভুল বার্তা নেই। মূলত প্রেমে ব্যর্থ তরুণের হতাশার গল্প ফুটে ওঠেছে এই ভিডিওটিতে। ’ 

ভিডিও নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘আমি আসলে ফিকশনের মানুষ। এই গানটিতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না। ’ 

দীন ইসলাম শারুখের চিত্রগ্রহণে গানটি সম্পাদনা করেছেন রনি শিকদার জিতু। লায়নিক মাল্টিমিডিয়া থেকে একই শিল্পীর ত্রিশটির অধিক গান তৈরি করা হয়েছে। জানা গেছে, এই গানের মাধ্যমেই লায়নিকের একশো গানের প্রকল্প শুরু হয়েছে।

লিঙ্ক:  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।