ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

গুপ্তচরের ভূমিকায় নতুন সিনেমায় পরিণীতি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, ডিসেম্বর ৩১, ২০২০
গুপ্তচরের ভূমিকায় নতুন সিনেমায় পরিণীতি পরিণীতি চোপড়া

নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানান, এই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে মার্চ মাসে।

জানা গেছে, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি অ্যাকশন থ্রিলারের বিষয়বস্তু নিয়ে নির্মিত হবে। এতে পরিণীতি একজন নারী গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন।  

এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা। পরিণীতি ছাড়া এতে আরো অভিনয় করবেন- কেকে মেনন, রজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। সিনেমাটি পরিচালনা করবেন দাশগুপ্ত, যার ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’- এ এর আগে কাজ করেছেন পরিণীতি। করোনার কারণে এর মুক্তি পিছিয়েছে।

এদিকে পরিণীতি এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক নিয়ে।

সম্প্রতি প্রকাশ হয়েছে সেই সিনেমার পরিনীতির লুক, যা দেখে বিস্মিত হয়েছেন সাইনা নেওয়াল নিজেই। তিনি তার ওয়ালে রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘অবিকল আমার মতো। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।