ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সাব্বির নাসিরের মিউজিক্যাল শর্ট স্টোরিতে দীপ ও স্বর্ণা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
সাব্বির নাসিরের মিউজিক্যাল শর্ট স্টোরিতে দীপ ও স্বর্ণা সাব্বিরের মিউজিক্যাল শর্ট স্টোরিতে দীপ ও স্বর্ণা

বছর শেষ দিকে এসে ভিন্ন স্বাদের নতুন দুটি গান নিয়ে হাজির হলেন সময়ের আলোচিত সংগীতশিল্পী সাব্বির নাসির। দুই অধ্যায়ে করা গান দুটির শিরোনাম ‘জানো তো আমি’ এবং ‘আবোল তাবোল’।

 

গান দুটির ভিডিও পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তানিম রহমান অংশু। গানে সাব্বির নাসিরের ব্যান্ড ব্ল্যাকমুনের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দীপ, সাদিকা স্বর্ণা, নয়ন, শেখ শাফি মাহমুদ ও সামী মাহমুদ।

এদিকে, ‘জানো তো আমি’ গানটির কথা লিখেছেন রাজীব হাসান। সুর করেছেন মুনতাসির তুষার। এ গান প্রসঙ্গে সুর-সংগীতায়োজক মুনতাসির তুষার বলেন, সাব্বির ভাইয়ের গায়কী খুবই ভালো ছিল। আমার সঙ্গে যারা বাজিয়েছেন- গিটারে আহনাফ, কি-বোর্ডে ইম, বেস গিটারে সোহেল প্রত্যেকে বেশ ভালো বাজিয়েছেন। সালমান অনেক সুন্দর মিক্সড মাস্টারিং করেছেন।  

অন্যদিকে ভিডিওটির একই স্টোরির চ্যাপ্টার টুর গল্পে রয়েছে ‘আবোল তাবোল’ শিরোনামের গানটি। সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে এটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনা করেছেন এপিরাসের শেখ শাফি ও শেখ সামী মাহমুদ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।  

এ গান নিয়ে এপিরাসের শেখ সামী মাহমুদ বলেন, অনেক সময় নিয়েই এ কাজটি করা। অনেকগুলো ভার্সন হয়েছে এ গানটির। অবশেষে একটা ভার্সন অডিয়েন্সের জন্য আমরা ফাইনাল করেছি। এপিরাস থেকে আমরা সবসময় চেষ্টা করি, এমন একটা গান তৈরি করতে- যেটা মানুষের নিজের জীবনকেও সম্পৃক্ত করতে পারে। সাব্বির ভাইও বেশ ভালো গেয়েছেন। আর এই মিউজিক ভিডিওতে আমরা অভিনয়ও করেছি। তাই সবকিছু মিলে বেশ ইন্টারেস্টিং একটা কাজ ছিল এটা।  

শেখ শাফি মাহমুদ বলেন, গানটার মধ্যে ফোক এলিমেন্টস আছে। গানের কথাও সুন্দর। ফোক ও পপ কম্পোজিশনের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের ব্লেন্ড করে একটা ফিউশন করার চেষ্টা করেছি আমরা। আমরা মনে করি, সাব্বির ভাই একজন ভার্সেটাইল কণ্ঠশিল্পী, যিনি বিভিন্ন ঘরানার গান গাইতে পারেন। আমাদের সংগীতায়োজনের সঙ্গেও উনার কণ্ঠ একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। আশা করি, নতুন এ গানটি সবার ভালো লাগবে।  

তানিম রহমান অংশু বলেন, দুটি গান নিয়ে একটা শর্ট স্টোরি। বলতে গেলে দুটি গোয়েন্দার গল্প। গানের মধ্যদিয়ে এই স্টোরিটা উঠে ওঠেছে। এ বছর চারটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি, সব গানই সাব্বির ভাইয়ের। উনি আমার বড় ভাই, খুব ভালো সম্পর্ক আমাদের। আশা করি, দর্শকরা এই মিউজিক্যাল শর্ট স্টোরিটি পছন্দ করবেন।  

গানের মডেল দীপ বলেন, ‘জানো তো আমি’ এবং ‘আবোল তাবোল’ গান দুটি সাব্বির ভাইয়ের অসাধারণ দুটি গান। দুটি গানে ভিন্নতা রয়েছে। একটি থ্রিলার, অন্যটি ফূর্তির গান। নাচও করেছি। মডেল স্বর্ণাও আমাকে বেশ সহযোগিতা করেছেন। আসলে আমি এত সুন্দর গানে কাজ করার সুযোগ পেয়েছি এজন্য সাব্বির ভাই ও অংশু ভাইকে ধন্যবাদ জানাতে চাই।  

গানের আরেক মডেল সাদিকা স্বর্ণা বলেন, অংশু ভাই যখন কাজটার কথা বলেছেন তখন আমি দ্বিতীয়বার ভাবিনি। কারণ অংশু ভাই একজন মেধাবী নির্মাতা। বেশ গুছিয়ে কাজ করেন অংশু ভাই। উনার কাজ আমার খুব পছন্দের। ‘আবোল তাবোল’ বিটের গান। অন্য গানটিও সুন্দর। মিউজিক ভিডিওটি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটি অ্যাকশন ফিল্ম। আশা করি, সকলে এটি পছন্দ করবেন।  

সাব্বির নাসির বলেন, প্রথমে সোমেশ্বর অলির কথায়, এপিরাসের সুর ও সংগীতায়োজনে আমার গাওয়া ‘আবোল তাবোল’ গানটি প্রকাশ হয়েছে। এরপর মুনতাসীর তুষারের সুরে এবং রাজীব হাসানের কথায় ‘জানো তো আমি’ গানটি প্রকাশ হয়। এটিও একটি রক গান। এ গানে পশ্চিমা স্ক্যাট সিংগিং ব্যবহার করেছি। দুটি গান নিয়েই প্রকাশ হয়েছে আমার মিউজিক্যাল শর্ট ফিল্মটি। অংশু বেশ যত্ন নিয়ে এটি তৈরি করেছেন। আশা করি, সকলে এটি পছন্দ করবেন।

গানের লিঙ্ক: 

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।