ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সালতামামি ২০২০

বলিউডের বর্ষসেরা সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বলিউডের বর্ষসেরা সিনেমা

২০২০ সালে করোনা মহামারির থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যে খাত, তার মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে। এ বছর হলিউড, বলিউড থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত সকল ইন্ডাস্ট্রিই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে করোনার কারণে।

 

চলতি বছরের শুরুতেই দারুণ কিছু সিনেমা মুক্তি পায় বলিউডে। মার্চ মাসের মাঝামাঝি সিনেমা হল বন্ধ ঘোষণা করা হলে থমকে যায় নতুন সিনেমার মুক্তি। তবে এরপরও কিছু সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সুযোগে এ বছর দারুণ জনপ্রিয়তা লাভ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আর সেখানে ওয়েবসিরিজ ও সিনেমা দুটোই খুব উপভোগ করছেন দর্শক।  

ইন্টারনেট মুভিস ডাটাবেস (আইএমডিবি)-এর রেটিং অনুসারে ২০২০ সালে বলিউডের সেরা সিনেমা কোনগুলো তা দেখে নেওয়া যাক।  

১। দিল বেচারা
আইএমডিবি রেটিং: ৭.৯
পরিচালক: মুকেশ ছাবরা
অভিনয়ে: সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সঙ্ঘী, সাহিল, শাশ্বত চ্যাটার্জি

২। চিন্টু কা বার্থডে
আইএমডিবি রেটিং: ৭.৮
পরিচালক: দেবাংশু সিং, সত্যাংশু সিং 
অভিনয়ে: বিনয় পাঠক, তিলোত্তমা শোম, সীমা ভার্গব, খালেদ মাসো

৩। তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র
আইএমডিবি রেটিং: ৭.৬
পরিচালক: ওম রাউত
অভিনয়ে: অজয় দেবগণ, সাইফ আলী খান, কাজল, শরদ কেলকর

৪। লুডো
আইএমডিবি রেটিং: ৭.৬
পরিচালক: অনুরাগ বসু
অভিনয়ে: পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ

৫। লুটকেস
আইএমডিবি রেটিং: ৭.৬
পরিচালক: রাজেশ কৃষ্ণন
অভিনয়ে: কুনাল খেমু, রসিকা দুগাল, গজরাজ রাও, বিজয় রাজ

৬। আংরেজি মিডিয়াম
আইএমডিবি রেটিং: ৭.৩
পরিচালক: হোমি আদাজানিয়া
অভিনয়ে: ইরফান খান, রাধিকা মদন, কারিনা কাপুর, দীপক দোব্রিয়াল

৭। রাত একেলি হ্যায়
আইএমডিবি রেটিং: ৭.৩
পরিচালক: হানি ত্রেহান
অভিনয়ে: নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, আদিত্য শ্রীবাস্তব, পদ্মাবতী রাও

৮। থাপ্পড়
আইএমডিবি রেটিং: ৬.৯
পরিচালক: অনুভব সিনহা
অভিনয়ে: তাপসী পান্নু, পাভেল গুলাতি, কুমুদ মিশ্র, রত্না পাঠক শাহ

৯। পাঙ্গা
আইএমডিবি রেটিং: ৬.৮
পরিচালক: অশ্বিনী আয়ার তিওয়ারি
অভিনয়ে: কঙ্গনা রনৌত, জেসি গিল, রিচা চাঢা, নীনা গুপ্তা

১০। সিরিয়াস মেন
আইএমডিবি রেটিং: ৬.৮
পরিচালক: সুধীর মিশ্র
অভিনয়ে: নওয়াজুদ্দিন সিদ্দিকী, নাসার, আক্ষত দাস, ইন্দিরা তিওয়ারি

তবে রেটিংয়ে পিছিয়ে থাকলেও ২০২০ সালে আলোচিত ছিল আরও কিছু সিনেমা। এর মধ্যে দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’, শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’, মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’ অন্যতম। দেখে নেওয়া যাক রেটিংয়ে পিছিয়ে থাকা পরবর্তী আলোচিত সিনেমা কোনগুলো:

১১। জওয়ানি জানেমন
আইএমডিবি রেটিং: ৬.৬
পরিচালক: নিতিন কক্কর
অভিনয়ে: সাইফ আলী খান, আলায়া ফার্নিচারওয়ালা, টাবু, কুমুদ মিশ্র

১২। মালাং
আইএমডিবি রেটিং: ৬.৫
পরিচালক: মোহিত সুরি
অভিনয়ে: আদিত্য রয় কাপুর, অনিল কাপুর, দিশা পাটানি, কুনাল খেমু

১৩। বুলবুল
আইএমডিবি রেটিং: ৬.৫
পরিচালক: অন্বিতা দত্ত
অভিনয়ে: তৃপ্তি ডিমরি, অবিনাশ তিওয়ারি, রাহুল বোস, পরমব্রত চট্টোপাধ্যায়

১৪। ছলাং
আইএমডিবি রেটিং: ৬.৫
পরিচালক: হংসল মেহতা
অভিনয়ে: রাজকুমার রাও, নুসরাত ভারুচা, মোহাম্মেদ জিশান আয়ুব, সৌরভ শুক্লা

১৫। গুলাবো সিতাবো
আইএমডিবি রেটিং: ৬.৩
পরিচালক: সুজিত সরকার
অভিনয়ে: অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, বিজয় রাজ, ব্রিজেন্দ্র কালা

১৬। গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল
আইএমডিবি রেটিং: ৫.৩
পরিচালক: শরণ শর্মা
অভিনয়ে: জাহ্নবী কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী, মানব বিজ

১৭। ছপাক
আইএমডিবি রেটিং: ৫.১
পরিচালক: মেঘনা গুলজার
অভিনয়ে: দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসে, মধুরজিৎ সর্ঘী, পায়েল নায়ার

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।