ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

এবার হিরো আলম গাইলেন হিন্দি গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ডিসেম্বর ২১, ২০২০
এবার হিরো আলম গাইলেন হিন্দি গান হিরো আলম

গান গাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছেন হিরো আলম। কিন্তু এরপরও দমে যাননি তিনি।

একের পর এক গান প্রকাশ করেই চলেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সে ধারাবাহিকতায় এবার হিরো আলম গেয়েছেন হিন্দি গান। আর সেই গানের স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন ইউটিউবে।

সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান।

গানটির শুরুতে হিরো আলম বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এছাড়া সবার ভালোবাসায় শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য একের পর এক বাংলা, হিন্দি গান গাইছেন বলে জানিয়েছেন তিনি। এরপর উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও ইঙ্গিত দেন।

এর আগে ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গিয়ে বিপাকে পড়েছিলেন হিরো আলম। এই গানটির জন্য তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।