ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আগে সেন্সর ছাড়পত্র, তারপর মুক্তির বিষয়: ফাখরুল আরেফীন খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আগে সেন্সর ছাড়পত্র, তারপর মুক্তির বিষয়: ফাখরুল আরেফীন খান সব্যসাচী-সুবর্ণা

ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমা ‘গণ্ডি’। এতে প্রথমবারের মতো জুটিবেঁধে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সুর্বণা মুস্তাফা ও ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন এর নির্মাতা।  

এ প্রসঙ্গে তিনি বলেন, সেন্সর বোর্ডে জমা দিয়েছি।

এখন আপাতত সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছি। সেটি পেলেই মুক্তির বিষয়টি নিশ্চিত করবো এবং আনুষ্ঠানিকভাবে। এর বেশি আপাতত বলতে পারছি না।

‘গণ্ডি’ রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা। এর কাহিনি গড়ে উঠেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়! পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে দেখেন- সেটাই উঠে এসেছে এই সিনেমায়।

সিনেমাটিতে সব্যসাচী-সুবর্ণা ছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।

গড়াই ফিল্মস প্রযোজনায় সিনেমাটির আবহ সংগীত করছেন ভারতের দেবজ্যোতি মিশ্র।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।