ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মঞ্চস্থ হলো ম্যাক্সিম গোর্কির ‘নীচুতলার মানুষ’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
মঞ্চস্থ হলো ম্যাক্সিম গোর্কির ‘নীচুতলার মানুষ’  মঞ্চস্থ হচ্ছে ম্যাক্সিম গোর্কির ‘নীচুতলার মানুষ’। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রযোজনায় সিরাজগঞ্জে মঞ্চায়িত হলো নাটক ‘নীচুতলার মানুষ’।      

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হয়।  

রাশিয়ান নাট্যকার ম্যাক্সিম গোর্কির বিখ্যাত ‘দ্যা লোয়ার্ড ডেপস’ নাটকটির বাংলা অনুবাদ ‘নীচুতলার মানুষ’।

জনপ্রিয় চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল অনুবাদিত নাটকটি নির্দেশনায় ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী তানজির।  

অধ্যাপক মেহেদী তানজির বলেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য বিভিন্ন জেলায় ইউরোপিয়ান এ নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সিরাজগঞ্জে ও  আগামীকাল লালমনিরহাটে নাটকটি মঞ্চায়িত হবে৷  নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ৩২ জন শিক্ষার্থী কলাকুশলী হিসেবে  অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।