ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কন্যাসন্তানের বাবা হলেন চিত্রপরিচালক অলিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কন্যাসন্তানের বাবা হলেন চিত্রপরিচালক অলিক

দ্বিতীয় সন্তানের বাবা হলেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা এস এ হক অলিক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন।

সুসংবাদটি জানিয়ে এস এ হক অলিক বাংলানিউজকে বলেন, ছেলের পর এবার মেয়ের বাবা হলাম। আমরা সবাই অনেক আনন্দিত।

আমি মনে করি মেয়েরা বাবা-মার প্রতি বেশি যত্নশীল হয়। কন্যার আগমনে পরিবারে উৎসব শুরু হয়ে গেছে। মা ও মেয়ে দু’জনই এখন ভালো আছে। সবার কাছে তাদের জন্য দোয়া চাইছি।

এস এ হক অলিকের প্রথম সন্তান রিশাদের বয়স ১০ বছর।

নব্বইয়ের দশকের শেষ দিকে টিভি পর্দায় নাটকের পরিচালক হিসেবে অলিকের অভিষেক ঘটে। ২০০৬ সালে ব্যবসাসফল সিনেমা ‘হৃদয়ের কথা’র মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ও সর্বশেষ তার পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ছোট পর্দায় নিয়মিত নাটক ও টেলিফিল্ম নির্মাণ করছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।