ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, সেপ্টেম্বর ১৯, ২০১৯
থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের একটি দৃশ্য

নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। আদিকবি কালিদাসকে অবলম্বন করে নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। এর অনুবাদ করেছেন নাট্য গবেষক অংশুমান ভৌমিক। নির্দেশনায় থিয়েটার ফ্যাক্টরির প্রধান অলোক বসু।

আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হতে যাচ্ছে এই নাটকের সপ্তম প্রদর্শনী।

এই নাটক প্রসঙ্গে নির্দেশক অলোক বুস বলেন, ‘কালিদাসকে ঘিরেই এই নাটক।

তবে এটি কালিদাসের জীবনী নয়। এর মূল চরিত্র মল্লিকা। তার সঙ্গে কালিদাসের জীবনের নানা মর্মস্পর্শী ঘটনা নিয়ে এই নাটক। ’

‘এ নাটকের এক অনিবার্য চরিত্র মল্লিকা।  প্রেম-প্রকৃতির রহস্য, প্রেম কীভাবে শিল্পসৃষ্টির রসদ জোগান দেয়, প্রেম কত আদরে-যতনে-অপেক্ষায়-উপেক্ষায় ধ্রুবতারার মতো জীবনের আঙিনায় জেগে থাকে- এমন অনেক গহন-অবগাহনের ডাক পাঠায় এই নাটক। ’ 

নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, সুমন মন্ডল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, নীল সমুদ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।