ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

প্রিন্স রুবেলের গান-ভিডিও ‘যাইও না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, আগস্ট ২৫, ২০১৯
প্রিন্স রুবেলের গান-ভিডিও ‘যাইও না’ প্রিন্স রুবেল-জামশেদ শামীম-আশফিয়া ওহি

নিজের কথা-সুরে এরইমধ্যে বেশকিছু গান প্রকাশ পেয়েছে প্রিন্স রুবেলের। কণ্ঠেও তুলেন গান। তবে সেটা খুব কম। দীর্ঘদিন পর গাইলেন ‘যাইও না’ শিরোনামের একটি গান।

গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন রুবেল নিজেই। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

সুনামগঞ্জের বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যে গানটির ভিডিও নির্মাণ করেছেন  সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে আছেন জামশেদ শামীম, এবং আশফিয়া ওহি। থাকছেন প্রিন্স রুবেলও।  

এই গান প্রসঙ্গে প্রিন্স রুবেল বলেন, ‘এই শহরে গায়ক হতে এসে, হয়েছি গীতিকার-সুরকার। অভিমানে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। হয়েছিলাম ঘরকুনে। সেই আমাকে আবার সঙ্গীতাঙ্গনে এনেছেন ধ্রুব গুহ দাদা। ধ্রুব’দা এবং ‘ধ্রুব মিউজিক স্টেশন’র প্রতি আমি কৃতজ্ঞ। লোক ঘরনার এই গানটি অনেকটা সময় নিয়ে করেছি। বর্তমান শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি করা। আশা করছি সবার ভালো লাগবে। ’ 

সোমবার (২৬ আগস্ট) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে গানটি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।