ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রেমিক রদ্রিগেজকেই বিয়ে করছেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, মার্চ ১১, ২০১৯
প্রেমিক রদ্রিগেজকেই বিয়ে করছেন জেনিফার লোপেজ এলেক্স রদ্রিগেজ-জেনিফার লোপেজ

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ বিয়ে করছেন তার ছয় বছরের ছোট প্রেমিক এলেক্স রদ্রিগেজকে। অবশ্য দুই বছরের প্রেমের অবসান ঘটিয়ে দুই মিলে এক হতে যাচ্ছেন তারা। রদ্রিগেজ সাবেক বেসবল খেলোয়াড়। 

শনিবার (০৯ মার্চ) আংটি বদলের মাধ্যমে আনুষ্ঠনিকভাবেই বাগদান সারলেন তারা।

সম্প্রতি ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের বেকার বিচে গিয়েছিলেন লোপেজ-রদ্রিগেজ।

সেখানেই গিয়েই আংটি বদল করেন তারা।  

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রেমিক যুগল। ছবিতে দেখা গেছে- জেনিফার লোপেজের অনামিকায় হীরের আংটি। তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স।

জেনিফারের সঙ্গে এটি হতে যাচ্ছে অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে। তার আগে ২০০২ সালে সিনথিয়া নামের একজনকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৮ সালে তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আর এটি হচ্ছে জেনিফারের চতুর্থ বিয়ে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।