ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৯ বছর পর বানসালীর সিনেমায় সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
১৯ বছর পর বানসালীর সিনেমায় সালমান সঞ্জয়লীলা বানসালী-সালমান খান

দীর্ঘ ১৯ বছর পর সঞ্জয়লীলা বানসালীর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তবে সিনেমাটির নাম এবং নায়িকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

বানসালীর প্রোডাকশনস’র সিইও প্রেরণা সিংহ জানিয়েছেন, বাস্তব প্রেমের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। এরইমধ্যে সিনেমাটি জন্য সালমানকে নির্বাচন করেছেন বানসালী।

প্রেরণা সিংহ আরও জানিয়েছেন, নতুন এই সিনেমার গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্যে বানসালী-সালমানের সমন্বয় একটা বড় ব্যাপার হয়ে উঠতে পারে।

জানা গেছে, এ বছরের মাঝামাঝিতে সিনেমাটির কাজ শুরু হবে। আর মুক্তি দেওয়া হবে আগামী বছরে।

১৯৯৬ সালে ‘খামোসি-দ্য মিউজিক্যাল’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালনায় যাত্রা শুরু করেন বানসালী। এতে অভিনয় করেছিলেন সালমান। এরপর ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ নামে সিনেমা নির্মান করেন বানসালী। এতেও সালমানকে নিয়েছিলেন বানসালী। সালমান ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন  ঐশ্বর্য-অজয় দেবগন।

এরপর দীর্ঘ ১৯ শেষে ২০ বছরে এসে ফের সঞ্জয়লীলা বানসালীর নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সালমান খান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ওএফবি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।