ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নিশো-মেহজাবিনের ‘যে গল্পটা বলা হয়নি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ফেব্রুয়ারি ২১, ২০১৯
নিশো-মেহজাবিনের ‘যে গল্পটা বলা হয়নি’ নিশো-মেহজাবিন

ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন সানি। চাকরি করেন একটি এফএম রেডিওতে। তিনি সবসময় কথা বলেন বাংলিশে (বাংলা ও ইংলিশ মিলিয়ে)। যেটুকু বাংলা বলেন তাও ইংলিশ উচ্চারণে।

এদিকে অপরূপ সুন্দরী সুবর্ণার প্রেমে পড়লো সানি। তবে শুরু থেকেই সানির উদ্ভট বাংলিশ উচ্চারণের জন্য সুবর্ণা কথা শোনাতে লাগলো।

যে বিষয়গুলোকে সানি এতোদিন স্মার্টনেস ভেবে এসেছেন, সেগুলো একেক করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে লাগলো মেয়েটি!নিশো-মেহজাবিন
এরপর কী ঘটলো তা জানা যাবে নাটক ‘যে গল্পটা বলা হয়নি’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ‘যে গল্পটা বলা হয়নি’ নাটকটি বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।