ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে টিভি পর্দায় ‘দেবী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, জানুয়ারি ২৯, ২০১৯
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে টিভি পর্দায় ‘দেবী’ শবনম ফারিয়া-জয়া আহসান

ছোট পর্দায় মুক্তি পাচ্ছে দর্শকপ্রিয় সিনেমা ‘দেবী’। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন অনম বিশ্বাস।

সরকারী অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থায় নির্মিত সিনেমাটি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে উপলক্ষে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ‘দেবী’ মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার নিয়ে জয়া আহসান বলেন,  যেসব দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘দেবী’ দেখার সময় করে উঠতে পারেননি; কিংবা যেসব মুগ্ধ দর্শক আমাদের কাছে বার বার জানতে চেয়েছেন চলচ্চিত্রের মিসির আলি, রানু, নিলু, আনিস, আহমেদ সাবেতদের কবে ঘরে বসে দেখা যাবে তাদের জন্য আমাদের এই আয়োজন।

ফাল্গুনের দিন ‘দেবী’ দেখতে যারা মিস করবেন, তাদেরও নিরাশ হবার সুযোগ নেই। বিশ্ব ভালোবাসা দিবসের দিনও প্রচার করা হবে ‘দেবী’।  

‘দেবী’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ।

বাংলাদেশ সময়:  ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।