ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

জলসিঁড়ি’র আয়োজনে সাংস্কৃতিক উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জলসিঁড়ি’র আয়োজনে সাংস্কৃতিক উৎসব জলসিঁড়ি’র আয়োজনে সাংস্কৃতিক উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জলসিঁড়ি’র সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে থাকছে চারটি নাটক এবং জলসিঁড়ি’র পরিবেশনায় বাউল সাধক শাহ আব্দুল করিমের গান নিয়ে অনুষ্ঠান।

২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে সেলিম আল দীন মুক্তমঞ্চে দেশনাটকের ‘সুরগাঁও’, প্রাচ্যনাটের ‘কইন্যা’, বাতিঘরের ‘রেডক্লিফ লাইন’ এবং জলসিঁড়ি’র ‘শিউলিনামা’ নাটক মঞ্চস্থ হচ্ছে। এছাড়াও রয়েছে ফানুস উৎসব এবং জলসিঁড়ি-পুনর্মিলনী।

উৎসবে বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবীব, পরিচালক ও জনপ্রিয় অভিনেতা সালাউদ্দিন লাভলু এবং নাট্যকার-নির্দেশক মাসুম রেজাকে সম্মাননা জানানো হবে। নাটকের দলগুলোকেও দেওয়া হবে সম্মাননা স্মারক-ক্রেস্ট।

এ প্রসঙ্গে জলসিঁড়ি’র সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তন্বী বলেন, এবারের উৎসবের মধ্য দিয়ে ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি ১৭ বছরে পা দিলো। মননশীল শিল্পচর্চার প্রাণকেন্দ্র জলসিঁড়ি আরও অনেক দূর যেতে চায়।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উৎসব চলছে।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।