ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

মুক্তি পেলো ‘ইন্দুবালা’র প্রথম পর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, জানুয়ারি ২৭, ২০১৯
মুক্তি পেলো ‘ইন্দুবালা’র প্রথম পর্ব ‘ইন্দুবালা’র একটি দৃশ্যে পপি ও আঁচল

রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইন্দুবালা গ্রুপের প্রধান। যার মুক্তির দাবিতে শুরু হয়েছে আন্দোলন! এমনই গল্প দেখা গেলো ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র প্রথম পর্বে। এতে রাজিয়া শিকদার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এটিই তার প্রথম ওয়েব সিরিজ।

অনন্য মামুন পরিচালিত ওয়েব সিরিজটি রোববার (২৭ জানুয়ারি) সিনেস্পট অ্যাপসে মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ইন্দুবালার প্রথম পর্ব মুক্তি পেলো আজ।

আশা করছি ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রতিটি পর্ব দর্শক উপভোগ করবেন। ধারাবাহিকভাবে বাকি পর্বগুলোও প্রকাশ করা হবে।

পপি বলেন, এটি ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনও তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে।

ইনোভেট সল্যুশন লিমিটেড প্রযোজিত এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, চিত্রনায়ক এবিএম সুমনসহ অনেকে।

‘ইন্দুবালা’র প্রথম পর্ব

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।