ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

কমলের সিনেমায় ভিলেন অক্ষয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, জানুয়ারি ১৮, ২০১৯
কমলের সিনেমায় ভিলেন অক্ষয়! কমল হাসান ও অক্ষয় কুমার

ভারতের দক্ষিণের সুপারস্টার কমল হাসান এবার হাজির হতে যাচ্ছেন ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে। একই সিনেমায় নাকি ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

‘ইন্ডিয়ান টু’ পরিচালনা করছেন শংকর। অক্ষয়ের আগে এই নির্মাতা সিনেমাটিতে অভিনয়ের জন্য অজয় দেবগনকে প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তিনি থাকছেন না।

সূত্র বলছে, সিনেমাটিতে অজয় ও কমলের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু বেশকিছু কারণে অজয় এতে অভিনয় করতে পারছেন না।

জানা যায়, ‘২.০’ সিনেমার মাধ্যমে শংকর ও অক্ষয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই তারা দু’জন  পুনরায় একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
 
‘ইন্ডিয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ১৯৯৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কমল হাসান। সিনেমাটির সিক্যুয়েলে দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।