ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

সংরক্ষিত আসনের তারকা প্রার্থীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
সংরক্ষিত আসনের তারকা প্রার্থীরা তারানা হালিম, রোকেয়া প্রাচী, শমী কায়সার ও মৌসুমী

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের তারকাদের মনোনয়নপত্র কেনার বিষয়টি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

এবারের নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যক তারকা মনোনয়ন কেনেন। তবে মনোনয়ন পান হাতেগোনা কয়েকজন।

তবে মনোনয়ন বঞ্চিতরাও কাঁধে-কাঁধ রেখে দলীয় প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচনী চষে বেড়িয়েছেন তারা।  

দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দলের জন্য নিরলসভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তারা। উল্লাস করেছেন নিজ নিজ দলের বিজয়ে। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও সরব হয়েছেন বিনোদন জগতের তারকারা।  

এরই মধ্যে অনেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।  সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন- সাবেক এমপি সারাহ বেগম কবরী। এছাড়া মৌসুমী, সুর্বণা মুস্তফা, সুজাতা, ফাল্গুনী হামিদ, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, তারিন, জ্যোতিকা জ্যোতিও সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।

মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী?- এমন প্রশ্নের উত্তরে রোকেয়া প্রাচী বাংলানিউজকে বলেন, দলের জন্য নিরলসভাবে কাজ করেছি। দলীয় আদর্শের রাজনীতি করি। দল আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবে। তবে আমি আশাবাদী আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেবে।

দল থেকে কোনো রকম পূর্বাভাস পেয়েছেন? উত্তরে তিনি বলেন, না, এ রকম কিছু পাইনি।  

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উ পদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৫০টি সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।