ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

মুক্তি পাচ্ছে পায়েলের ‘স্বামী বদল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১৪, ২০১৯
মুক্তি পাচ্ছে পায়েলের ‘স্বামী বদল’ পায়েল

পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় নায়িকা পায়েলের ‘স্বামী বদল’ সিনেমাটি আসছে শুক্রবার (১৮ জানুয়ারি) মুক্তি পাচ্ছে। এতে প্রীতি চরিত্রে অভিনয় করেছেন পায়েল। তার বিপরীতে অভিনয় করেছেন হিরণ। 

সিনেমার সূত্রে গল্প সম্পর্কে কিছু না বললেও এর নাম শোনেই বোঝা যাচ্ছে, এতে দর্শকদের স্বামী বদলের গল্প দেখানো হবে। এখন স্বামী বদলের গল্পটা কিভাবে উপস্থাপনা করা হয়েছে, সেটি দেখার জন্যই দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে হবে।

এতে পায়েল-হিরণ ছাড়া আরও অভিনয় করেছেন সোহম, কৌশানী প্রমুখ।

এছাড়া পায়েলের হাতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ। এর মধ্যে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন ‘মুখোমুখি’ সিনেমায়।

অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘শরতে আজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন পায়েল। এটি ‘জি ফাইভ’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।