ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

পেছালো শাকিব-বুবলীর অস্ট্রেলিয়া সফর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ডিসেম্বর ২৯, ২০১৭
পেছালো শাকিব-বুবলীর অস্ট্রেলিয়া সফর শাকিব-বুবলী

ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় উড়াল দেয়ার কথা ছিলো শাকিব খান ও বুবলীর। সেখানে তাদের নতুন ছবি ‘সুপার হিরো’র শ্যুটিং শুরু হবার কথা। কিন্তু তা আর হচ্ছে না। সফর পিছিয়েছে।

সুপার হিরোর প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট সূত্র বাংলানিউজকে জানিয়েছে, শাকিব-বুবলীর এখনো ভিসা হয়নি। বড়দিন থাকায় ভিসা প্রসেসিং বন্ধ ছিলো।

তবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভিসা হবার কথা রয়েছে। তখন তারা যেতে পারবেন অস্ট্রেলিয়ায়।

‘সুপার হিরো’ পরিচালনা করবেন আশিকুর রহমান। একই পরিচালকের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি চলচ্চিত্রের শ্যুটিং করতে এর আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাকিব।

বর্তমানে আশিকুর রহমান অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির গল্প আশিক নিজেই লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

সুপার হিরোতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা ও তাসকিন রহমানসহ অনেকে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে ছবিটির শ্যুটিং হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।