ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বরফের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তৈমুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বরফের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তৈমুর ছবি: সংগৃহীত

গত ২০ ডিসেম্বর পতৌদি প্রসাদে প্রথম জন্মদিনের কেক কেটেছে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির ছেলে তৈমুর আলি খান। সেখান থেকে ফিরে এবার নতুন বছরকে স্বাগত জানাতে বরফের দেশে পাড়ি জমিয়েছেন তারা।

বর্ষবরণ করতে সুইজারল্যান্ডে গিয়েছেন সাইফ-কারিনা। সঙ্গে রয়েছে তৈমুর আলি খানও।

বরফের রাজ্যে আপাতত ছুটি কাটাচ্ছেন নবাব দম্পতি।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ঘুরে বেড়ানোর একটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, স্নো-কার্টে চড়ে বাবা-মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তৈমুর। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

সুইজারল্যান্ড করিনার প্রিয় জায়গা। তাই নতুন বছরকে স্বাগত জানাতে সেখানেই গিয়েছেন সাইফ-করিনা। তৈমুরও তার জীবনের প্রথম বিদেশ ভ্রমণে সুইজারল্যান্ডেই গিয়েছিলো। এটি তার দ্বিতীয় বিদেশ ভ্রমণ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।