ঢাকা, শনিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জুন ২০২৪, ০৭ জিলহজ ১৪৪৫

বিনোদন

টুইটারে ‘কোটিপতি’ আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
টুইটারে ‘কোটিপতি’ আলিয়া আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

একেই বলে বৃহস্পতি তুঙ্গে! বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে আলিয়া ভাটের একের পর এক জয় দেখা গেছে এ বছর। এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার ফলোয়ার ছাড়ালো কোটির ঘর। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার বিনিময়ে ধন্যবাদ জানাতে ভোলেননি ২২ বছর বয়সী এই তারকা।

গত ২১ জানুয়ারি রাত সোয়া ১১টায় ‘ডিয়ার জিন্দেগি’র অভিনেত্রী আলিয়া ভাট টুইটে লিখেছেন, ‘শুভরাত্রি সব সুন্দর মনের মানুষকে। এক কোটি ভালোবাসার জন্য ধন্যবাদ।

শুটিংয়ের জন্য ভোরে উঠতে হবে। ঘুমাতে যাচ্ছি সবার ভালোবাসা নিয়ে। ’

আলিয়া এখন ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এর আগের পর্ব ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’য়ও ছিলেন তারা।

আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। পাঞ্জাবে মাদকচক্র ও মানবপাচারকারীদের ফাঁদে পড়া বিহারি তরুণীর চরিত্রে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান নির্মাতা মহেশ ভাটের এই কন্যা।

আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)। বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।