ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মুম্বাইয়ে পুরস্কৃত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
মুম্বাইয়ে পুরস্কৃত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ছবিতে দোয়েল

ভারতের মুম্বাইয়ে সম্মানজনক ১৫তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।

ভারতের মুম্বাইয়ে সম্মানজনক ১৫তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুম্বাইয়ে দাদরের রবীন্দ্র নাট্য মন্দিরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে চলতি মাসেই বাংলাদেশের ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহারিয়ার বেস্ট শর্ট পুরস্কার পেয়েছে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। এ নিয়ে মুক্তির এক মাসের মধ্যে এর ঝুলিতে এলো দুটি পুরস্কার।

গত ৩০ নভেম্বর ফ্রান্সের ৩৪তম ত্যুস কুউস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এ ছাড়া পোল্যান্ডের জুবরঅফকা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে চলতি মাসেই অংশ নেয় এটি।

স্বল্পদৈর্ঘ্য ছবিটির ইংরেজি নাম “স্টেইটমেন্ট আফটার মাই পোয়েট হাজবেন্ড’স ডেথ”। এতে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, আলী আহসান প্রমুখ। নেপথ্য কণ্ঠ দিয়েছেন জ্যোতিকা জ্যোতি। সংগীত পরিচালনায় এস কে শান। খনা টকিজ থেকে এটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।