ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবির বকুলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
কবির বকুলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি কবির বকুল

অনেক জনপ্রিয় গানের গীতিকার কবির বকুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিছুটা। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে শনিবার (১৭ ডিসেম্বর) রাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি।

অনেক জনপ্রিয় গানের গীতিকার কবির বকুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিছুটা। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে শনিবার (১৭ ডিসেম্বর) রাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি।

কবির বকুলের জ্যেষ্ঠ কন্যা প্রেরণা রোববার দুপুরে বাংলানিউজকে বলেন, ‘বাবার শরীরে নিউমোনিয়ার প্রকোপ কিছুটা কমেছে। আরেকটু ভালো লক্ষণ থাকলে রোববার রাতে তাকে সাধারণ কেবিনে নিয়ে আসা হতে পারে। ’

জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৩ ডিসেম্বর ঢাকার মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কবির বকুল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকারকে।

আরও পড়ুন>>>
* হাসপাতালের আইসিইউতে কবির বকুল

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।