ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গানচিল মিউজিক থেকে চারটি দেশাত্ববোধক গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
গানচিল মিউজিক থেকে চারটি দেশাত্ববোধক গান (বাঁ থেকে) হাসান আবিদুর রেজা জুয়েল, ন্যানসি, রাজীব ও সুস্মিতা আনিস

মহান বিজয় দিবসকে সামনে রেখে গানচিল মিউজিক প্রকাশ করলো চারটি দেশাত্ববোধক গান। এ প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের পাশাপাশি এগুলো শোনা যাচ্ছে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ দুটিতে।

মহান বিজয় দিবসকে সামনে রেখে গানচিল মিউজিক প্রকাশ করলো চারটি দেশাত্ববোধক গান। এ প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের পাশাপাশি এগুলো শোনা যাচ্ছে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ দুটিতে।

এর মধ্যে প্রিন্স মাহমুদের কথা ও সুরে রাজীব গেয়েছেন ‘একাত্তরের মুক্তিসেনা’। হাসান আবিদুর রেজা জুয়েলের কণ্ঠে শোনা যাচ্ছে ‘এই সবুজের ধানক্ষেত’। রাসেল খানের কথায় এর সুর ও সংগীত কাউসার হাসান বিপুলের।

‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটি গেয়েছেন ন্যানসি। লুৎফর হাসানের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন অমিত কর। ভারতের অনুপম রায়ের সংগীতায়োজনে ‘এই প্রাণ আমার বাংলাদেশ’ গানটি কণ্ঠে তুলেছেন সুস্মিতা আনিস। এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন শেখ সাদী খান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।