ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

বিনোদন

‘গীত ও গজল’ সন্ধ্যায় মনজুরুল ও আইভী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
‘গীত ও গজল’ সন্ধ্যায় মনজুরুল ও আইভী মনজুরুল ইসলাম ও আইভী ব্যানার্জী

গজল শিল্পী মনজুরুল ইসলাম এবং অতিথি শিল্পী আইভী ব্যানার্জী একই আয়োজনে গাইবেন। ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আগামী ৩ ডিসেম্বর ‘গীত ও গজল’ সন্ধ্যায় থাকবে তাদের পরিবেশনা।

গজল শিল্পী মনজুরুল ইসলাম এবং অতিথি শিল্পী আইভী ব্যানার্জী একই আয়োজনে গাইবেন। ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আগামী ৩ ডিসেম্বর ‘গীত ও গজল’ সন্ধ্যায় থাকবে তাদের পরিবেশনা।

শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.এম. ফরহাদ এবং নভো এয়ারের পরিচালক ফিরোজ আলাম।

ছোটবেলায় মায়ের কাছে গানে হাতেখড়ি আইভীর। এরপর ভারতী অমল মুখার্জি, ভারতী কর চৌধুরী, নিহার রঞ্জন ব্যানার্জীর কাছে শাস্ত্রীয়সংগীতের তালিম নিয়েছেন। বিশ্বপুর ঘরানায় শিখেছেন বীদূষী শিপরা বসুর কাছে। আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে সম্পন্ন করেছেন মাস্টার্স।

অন্যদিকে মনজুরুল ইসলাম খান বাংলাদেশের গজল গায়কীয় ধারায় একজন পরিচিত মুখ। ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয়সংগীতে ‘মাস্টার অব মিউজিক’ ডিগ্রী অর্জন করেছেন তিনি। শাস্ত্রীয়সংগীত চর্চাসহ তালিম নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওস্তাদদের কাছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।