ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বাংলাদেশের বন্ধু আঁদ্রে মালো স্মরণে তিন দিনের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, নভেম্বর ২০, ২০১৬
বাংলাদেশের বন্ধু আঁদ্রে মালো স্মরণে তিন দিনের আয়োজন আঁদ্রে মালো

১৯৭১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেন ফ্রান্সের তৎকালীন সংস্কৃতি মন্ত্রী ও কথাশিল্পী আঁদ্রে মালো। ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের সময় শহীদ বুদ্ধিজীবী ও ছাত্রসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

১৯৭১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেন ফ্রান্সের তৎকালীন সংস্কৃতি মন্ত্রী ও কথাশিল্পী আঁদ্রে মালো। ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের সময় শহীদ বুদ্ধিজীবী ও ছাত্রসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বাংলাদেশের অপ্রতিম বন্ধু আঁদ্রে মালোর ৪০তম মৃত্যুবার্ষিকী স্মরণে হতে যাচ্ছে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। যৌথভাবে এর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আঁলিয়স ফ্রঁসেজ।

আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় এবং ২৬ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এগুলো। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মূল অনুষ্ঠান হবে ২৩ নভেম্বর। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার জন্য।

এ উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।