ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’ ইউটিউবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, নভেম্বর ১৮, ২০১৬
কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’ ইউটিউবে কুমার বিশ্বজিৎ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমিহীনা’ গানের গল্পনির্ভর ভিডিও প্রকাশিত হলো। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে গানবক্স মিউজিক অ্যাপ ও তাদের ইউটিউব চ্যানেলে এসেছে এটি। 

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমিহীনা’ গানের গল্পনির্ভর ভিডিও প্রকাশিত হলো। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে গানবক্স মিউজিক অ্যাপ ও তাদের ইউটিউব চ্যানেলে এসেছে এটি।

এ ভিডিওতে মডেল হয়েছেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ বিজয়ী আজাদ। সম্প্রতি গাজীপুরের জিন্দা পার্কে এর চিত্রায়ন হয়। মোবাইল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‌অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেডের প্রযোজনায় আজব কারখানার ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

‘তুমিহীনা’ গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর-সংগীতায়োজনে জয় শাহরিয়ার। নতুন ভিডিও প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটি এমনিতেই সুন্দর। ভিডিওটি দেখার পর মনে হচ্ছে ষোলকলা পূর্ণ হলো। আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটি। একটি ভালো গানের প্রচারণা এমনই হওয়া প্রয়োজন। ’

* ‘তুমিহীনা’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।