ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

মহিলা সমিতিতে ‘নদ্দিউ নতিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, নভেম্বর ১০, ২০১৬
মহিলা সমিতিতে ‘নদ্দিউ নতিম’ দৃশ্য: ‘নদ্দিউ নতিম’

প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। এর আগের দিন মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে ম্যাড থেটারের প্রযোজনা ‘নদ্দিউ নতিম’।

প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। এর আগের দিন মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে ম্যাড থেটারের প্রযোজনা ‘নদ্দিউ নতিম’।

এবারই প্রথম ঢাকার নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির নবনির্মিত মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। আগামী ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এ আয়োজনে থাকবেন হুমায়ূন ভক্তরা।

‘নদ্দিউ নতিম’ হলো হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সেট ও লাইট ডিজাইন করেছেন ফয়েজ জহির। পোশাক পরিকল্পনায় সোনিয়া হাসান এবং আবহসংগীত আর্য মেঘদূতের।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।