ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘ছেড়ে যাস না’র পরিচালক নেয়ামূল নন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, অক্টোবর ৩১, ২০১৬
‘ছেড়ে যাস না’র পরিচালক নেয়ামূল নন নঈম ইমতিয়াজ নেয়ামূল

চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ‘এক কাপ চা’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান ছোটপর্দার নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। অনেকদিন ধরে শোনা যাচ্ছে, ‘ছেড়ে যাস না’ নামের একটি ছবি পরিচালনা করেছেন তিনি।

তবে তার মুখে শোনা গেলো অন্যকথা।

নেয়ামূল সোমবার (৩১ অক্টোবর) সকালে বাংলানিউজকে বললেন, “আমি শুধু এ ছবির ‘প্রেম রসিকা’ শিরোনামের একটি গানের ভিডিও পরিচালনা করেছি। এর বেশি কিছু না। পুরো ছবির পরিচালক হিসেবে অনেকে আমার নাম উল্লেখ করে ভুল করছেন। ”

পরিচালনা না করলেও ‘ছেড়ে যাস না’ নিজের প্রতিষ্ঠান ইচ্ছেমতো থেকে প্রযোজনা করছেন বলে জানান নেয়ামূল। এর কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শুভলগ্ন। ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা তপন সাহা।

জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর গীতি চিত্রকথার পরিবেশনায় বাংলাদেশে মুক্তি পাবে ‘ছেড়ে যাস না’। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, কলকাতার রূপসা ব্যানার্জি, লাবণী সরকার, রাজেশ শর্মা। ‘প্রেম রসিকা’ গানে নেচেছেন চিত্রনায়িকা নিপুন। কলকাতায় গত ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছে।

‘এক কাপ চা’ মুক্তি পায় ২০১৪ সালে। এ ছবির জন্য ফেরদৌস সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার বিপরীতে ছিলেন মৌসুমী। এ ছাড়াও অভিনয় করেছেন কলকাতা ঋতুপর্ণা সেনগুপ্ত, ডা. এজাজ, মুনিরা মিঠু। অতিথি চরিত্রে ছিলেন রাজ্জাক, আলমগীর, হুমায়ুন ফরীদি, ওমর সানি, শাকিব খান, ইমন, নিরব, নিপুন প্রমুখ।

* ‘প্রেম রসিকা’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।