ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সুরের ধারার পৌষ উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সুরের ধারার পৌষ উৎসব

‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে, আয় আয় আয়’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৌষকে এভাবেই তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। পৌষ শেষ হয়ে মাঘ শুরু হবে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে।

এ উপলক্ষে বুধবার (১৩ জানুয়ারি) রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজন করেছে ‘পৌষ উৎসব ১৪২২’।

গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় সুরের ধারা মিলনায়তনের মিতালীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সুরের ধারার নির্বাহী সদস্য আজিজুর রহমান তুহিন জানান, প্রতি বছর শান্তিনিকেতনে পৌষ উৎসব হয়। সুরের ধারাও তাই এর আয়োজন করেছে। সন্ধ্যায় শুরু হয়ে উৎসব চলবে রাত অবধি।

বাংলাদেশ সময় : ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।