ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ‘লালসালু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ‘লালসালু’

অস্ট্রেলীয় ফিল্ম আর্কাইভ অস্ট্রেলিয়া সিনেমাটেকের উদ্যোগে ব্রিসবেনের গ্যালারি অব মর্ডান আর্ট সেন্টারে আগামী ৭ জানুয়ারী স্থানীয় সময় সন্ধ্যায় তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সৈয়দ ওয়ালীউল্লাহ্র কালজয়ী উপন্যাস ‘লালসালু’ অবলম্বনে ২০০১ সালে ছবিটি পরিচালনা করেন তানভীর মোকাম্মেল।

এটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা ইউসুফ মেমী, চাঁদনী, রওশন জামিল, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, আলী যাকের, তৌকীর আহমেদ, মাসুদ আলী খান, সাইদুর রহমান বয়াতী ও অন্যান্যরা। শিল্প নির্দেশনায় উত্তম গুহ।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।