ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬-এর সংবাদ সম্মেলনে অতিথিরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব-২০১৬। ১৮ দিনের এ আয়োজনে থাকছে সংগীত, নৃত্য, অাবৃত্তি, অভিনয় প্রভৃতি পরিবেশনা।

শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ১-১৮ জানুয়ারি চলবে এই উৎসব।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশের সব জেলা শিল্পকলা একাডেমির শিশুদল ও বড়দের পরিবেশনায় থাকবে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত, আবৃত্তি, অভিনয় ও জেলার বৈশিষ্টপূর্ণ পরিবেশনা।   

ওইদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

৩০ ডিসেম্বর (বুধবার) দুপুরে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে (লিফট-৬) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।