অভিনয় শিল্পীদের বছরজুড়েই লাইট, ক্যামেরা, অ্যাকশনের মাঝে ব্যস্ত থাকতে হয়। এ যেন তাদের ছকে বাঁধা জীবন।
তেমনই টানা কাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে বিভিন্ন দেশে অবকাশ যাপনে রয়েছে দেশের শোবিজ কন্যারা। চলুন জেনে নিই ছুটির মেজাজে কে কোথায় রয়েছে?
অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতে ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিছুদিন আগেই ফ্রান্সে গিয়েছিলেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যম পাতা ঘুরে জানা যায় এই অভিনেত্রী বর্তমানে ইতালির বিখ্যাত শহর ভেনিসে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেখানকার ঘুরে-বেড়ানোর সময়ে তোলা ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন হালের এই তারকা।
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি কাজের প্রয়োজনেই কলকাতায় অবস্থান করছেন। সেখানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণা ও ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ঢাকাই সিনেমার গ্ল্যামারগার্ল বিদ্যা সিনহা মিমও ফুরফুরে মেজাজে আছেন। স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। জানা যায়, পাহাড়, সমুদ্র আর অপূর্ব সবুজের সমারোহে সমৃদ্ধ শ্রীলঙ্কায় রয়েছেন তারা। সেখান থেকে বিভিন্ন সময়ের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
অবসরে পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্যটননির্ভর নয়নাভিরাম সৌন্দর্যের নানা জায়গায় অভিনেত্রী ক্যামেরাবন্দী হন তিনি। যেগুলো সামাজিকমাধ্যমের সহয়তায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। বৃহস্পতিবার তেমনই কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। জানা যায় এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।
আলোচিত অভিনয়শিল্পী রুনা খান। ছোট পর্দা থেকে বড় পর্দা সব মাধ্যমেই বিচরণ আছে রয়েছে তার। ইদানিং প্রায়ই বোল্ট লুকে ধরা দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে এই তারকা রয়েছেন তুরস্কে। ঘুরে বেড়িয়েছেন উসমানীয় সাম্রাজ্যের অন্দর টপকাপি প্রাসাদে।
বেশ অনেকদিন ধরেই রুপালি পর্দার বাইরে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। সম্প্রতি এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পারি জমিয়েছেন। সবশেষ কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নির সঙ্গে নিউ ইয়র্ক থেকে ছবি শেয়ার করেন।
ফুরফুরে মেজাজে আছেন শোবিজের তরুণ তুর্কী তানজিম সাইয়ারা তটিনী। ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। যা ভক্তদের নজড় কেড়েছে। তিনি থাইল্যান্ডে ঘুরতে গেছেন। দেশটির কো সামুই দ্বীপে ঘোরাঘুরি করছেন তটিনী। সেখানকার অং থং ন্যাশনাল পার্কও ঘুরে এসেছেন তিনি।
বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটান ঢালিউডের এই সময়ের নায়িকা অধরা খান। বর্তমানে এই নায়িকা কানাডায় অবস্থান করছেন। সম্প্রতি দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। আগস্ট অথবা সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরবেন তিনি।
চলতি সময়ের আলোচিত অভিনয়শিল্পী পারসা ইভানা। ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানকার নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। এর ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
ঢাকাই সিনেমায় কাজ শুরু করলেও বর্তমানে ছোট পর্দায় বেশি দেখা মেলে তানহা তাসনিয়ার। বর্তমানে ছুটির মেজাজে আছেন তিনি। জানা গেছে, এই অভিনয়শিল্পী বর্তমানে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে রয়েছেন। সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমেও শেয়ার করেছেন তিনি।
এনএটি