ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

পিঠে নির্মাতা লিখে দেন কবিতা, বিষয়টিতে যা বললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, এপ্রিল ১৮, ২০২৫
পিঠে নির্মাতা লিখে দেন কবিতা, বিষয়টিতে যা বললেন শ্রাবন্তী

এই মুহূর্তে বেশ ব্যস্ত কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা ‘আড়ি’ ও ‘আমার বস্’র মুক্তি।

দুই সিনেমাতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি।

বহু বছর পর ‘আড়ি’ সিনেমাতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতোমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সমাজিকমাধ্যমে। পাশপাশি ‘আমার বস্’-এ শ্রাবন্তী ধরা দিলেন সাহসী অবতারে।

অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমাতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখেছেন। তাকে পর্দায় এর আগে এমন সাহসী হতে দেখা যায়নি। ইতোমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।

সদ্য মুক্তি পেয়েছে ‘আমার বস্’ সিনেমার ‘মালাচন্দন’ গানটি। সেখানেই শ্রাবন্তী এবং শিবপ্রসাদের সম্মোহনের দৃশ্য। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখেলেন পরিচালক।

এ বিষয়ে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এ ভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।

একই ভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ সিনেমাতে এমন একটা গান পেয়ে ক্যারিয়ারের মধ্যগগনে খুশিতে ভাসছেন শ্রাবন্তী।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।