ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন অর্পনা রানী রাজবংশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন অর্পনা রানী রাজবংশী

নাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন অর্পনা রানী রাজবংশী। বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ নাট্য বিভাগ থেকে এই পুরস্কার পান।

এ সময় অর্পনা রানী রাজবংশী’র হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম।  

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অর্পনা রানী রাজবংশী বলেন, এ পুরস্কার একজন নাট্যকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাট্যকার তার স্বপ্নের চরিত্রগুলো কল্পনায় তৈরি করে আর তা বাস্তবায়ন করে নির্মাতা ও শিল্পীরা। এই বিভাগে আমাকে সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

এবার বাবিসাসে আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা।

বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু,  শবনব বুবলী, ববি হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।