ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

হলিউড অভিনেতা মার্টিন মুলের প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুন ৩০, ২০২৪
হলিউড অভিনেতা মার্টিন মুলের প্রয়াণ

হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গেল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তার মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।

বাবার মৃত্যুর কথা জানিয়ে ইনস্টাগ্রামে ম্যাগী লেখেন, ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গেল ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।

১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’র মতো সিরিজে দেখা গেছে তাকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তার কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।

১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।

অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল। ২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।