ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘পাপী’ হয়ে আসছেন শ্যামল মাওলা, সঙ্গে দুই নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জুন ৬, ২০২৩
‘পাপী’ হয়ে আসছেন শ্যামল মাওলা, সঙ্গে দুই নায়িকা শ্যামল মাওলা

ক্যারিয়ারের বেশ সুসময় যাচ্ছে অভিনেতা শ্যামল মাওলার। বেশ কিছু ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

তার মধ্যেই নতুন সুখবর দিলেন এই অভিনেতা।

সেটি হচ্ছে- বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। এতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।

নির্মাতা জানান, থ্রিলার ঘরনার এই সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি শ্যামল মাওলা ইতোমধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন।

জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এনএটি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।