ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মা হারালেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
মা হারালেন মাধুরী দীক্ষিত মায়ের সঙ্গে মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

রোববার (১২ মার্চ) মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে। তারা লেখেন, আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। রোববার বিকেল তিনটার দিকে তার শেষকৃত্য হবে বলে জানা গেছে।

সামাজিকমাধ্যমে মাঝেমাঝেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করতেন মাধুরী। মায়ের ৯০তম জন্মদিনে মা, স্বামী ড. শ্রীরাম নেনে,দুই ছেলের এবং নিজের ছবি শেয়ার করেছিলেন।  

ওই সময় মাধুরী লিখেছিলেন, শুভ জন্মদিন আই। লোকে বলে, মা এবং মেয়ে সবথেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১‌২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।