ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

কেমন আছেন অগ্নিদগ্ধ শারমিন আঁখি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
কেমন আছেন অগ্নিদগ্ধ শারমিন আঁখি শারমিন আঁখি

শুটিংয়ে অগ্নিদগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির শারিরীক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ৩০ দিন পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবার উঠে দাঁড়িয়েছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি বলেন, ৩০ তম দিনে এসে আঁখি প্রথম উঠে দাঁড়িয়েছে। আঙুলগুলোতে অল্প অল্প করে প্রাণ ফিরে পাচ্ছে। সবার দোয়া আর ভালোবাসায় নতুন করে জীবন শুরু করার শক্তি ফিরে পাচ্ছে। ওর জন্য দোয়া করবেন।  

রাহাত কবির আরো বলেন, এভাবে আরো কয়েক মাসের একটা কঠিন যুদ্ধ ওকে জয় করতে হবে। আমাদের সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা যারা এই কঠিন সময় প্রথম দিন থেকেই পাশে আছেন, সাহস দিয়ে যাচ্ছেন।

চলতি বছরের ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি টেলিফিল্মের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হলে শারমিন আঁখিকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।