ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

লালমোহনের বদরপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
লালমোহনের বদরপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ভোলা: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আসাদ উল্যাহ। তিনি নিজ দল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

 

আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদুল হক তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৭৩ ভোট।  

লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজি এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে সোমবার (২১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।  
গত ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপে বদরপুর ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের আদেশে নির্বাচন কমিশন চার সপ্তাহের জন্য ভোট বন্ধ রাখে।  
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।