ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোট দিতে এসে ভয় পেয়ে স্ট্রোক করে গৃহবধূর মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ভোট দিতে এসে ভয় পেয়ে স্ট্রোক করে গৃহবধূর মৃত্যু! ফাইল ফটো

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে নির্বাচনী সহিংসতার মধ্যে পড়ে স্ট্রোক করে ছলেমন খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে।

ছলেমন খাতুনের বাড়ি উপজেলার বাচামারা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।  

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, বাচামারা ৫ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের চলছিল। তখন ছলেমন খাতুন ভোট কেন্দ্রে আসেন। এসময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি স্ট্রোক করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।