ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

কলারোয়ার কেড়াগাছি ইউপির স্থগিত কেন্দ্রে ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
কলারোয়ার কেড়াগাছি ইউপির স্থগিত কেন্দ্রে ভোট চলছে

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে স্থগিতকৃত একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় কেড়াগাছি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নির্বাচিত হবেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন আনারস প্রতীকের প্রার্থী আফজাল হোসেন হাবিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৭৫৯ ভোট নিয়ে জয়ের লক্ষ্যে লড়ছেন বলে জানা গেছে।  

এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টোলাল গাইন ৩ হাজার ২৩৪ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৭০ জন ও মহিলা ভোটার ১০৪১ জন।  

গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে কেড়াগাছি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট কারচুপির অভিযোগে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।