ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কলারোয়া পৌর নির্বাচনে জয় পেলেন তৃতীয় লিঙ্গের দিথী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কলারোয়া পৌর নির্বাচনে জয় পেলেন তৃতীয় লিঙ্গের দিথী

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে আংটি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন জয়লাভ করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর এ তথ্য জানান।


ঘোষিত ফলাফল অনুযায়ী, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দিথী খাতুন পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জবা ফুল প্রতীক নিয়ে

হাসিনা আক্তার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট, আনারস প্রতীক নিয়ে শাহানাজ খাতুন পেয়েছেন ৮৬৪ ভোট।
এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন চুড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করে মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে এবার বিপুল ভোটের ব্যবধানে জয় পেলেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।